বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলা কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলার প্রধান উপদেষ্টা, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য আলা উদ্দিন সিকদার।
তিনি বলেন, শ্রমিকরা যুগে যুগে নির্যাতিত। শ্রমিকদের অধিকার আদায়ের জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের মাঝে কাজ করে যাচ্ছে । আগামী নির্বাচনে শ্রমিকবান্ধব সরকার গঠনের জন্য শ্রমিকদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ফেডারেশন উত্তর জেলা সভাপতি ইউসুফ বিন আবু বকরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আজাদ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসহাক, কেন্দ্রীয় সহ সাধারন সম্পাদন এস এম লুৎফর রহমান, ফেডারেশনের উপদেষ্টা এডভোকেট সাইফুল রহমান, উপদেষ্টা আবদুল জব্বার, অধ্যক্ষ শহিদুল ইসলাম, মোহাম্মদ হারুনুর রশিদ, কাজী নজরুল ইসলাম, মোহাম্মদ আবু তাহের, মেজবাহুল আলম রাশেদ, রাশেদুল আলম প্রমুখ।