ফিলিস্তিনে নিরীহ নারী-শিশু হত্যাকাণ্ড এবং দেশজুড়ে আছিয়াসহ নারী-শিশুদের ওপর সংঘটিত পাশবিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর মহিলা বিভাগ।
রবিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি ফরিদা খানমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ডা. উম্মে ফেরদৌসুন নাহার, মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি প্রধান শিক্ষিকা আয়েশা পারভিন, মহানগরীর শূরা সদস্যা প্রফেসর উম্মে ফাতেমা, ছোট্ট মনি সামারা ও উম্মে মেহেরিন।
মানববন্ধনে বক্তারা বলেন, পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম মানবতাবিরোধী অপরাধের দৃষ্টান্ত স্থাপন করেছে ইসরায়েল। পবিত্র মাহে রমজানে যুদ্ধ বিরতি লঙ্ঘন করে তারা ফিলিস্তিনের ওপর বর্বরতম হামলা চালিয়ে শত শত ফিলিস্তিনিকে হত্যা করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে জাতিসংঘ কর্তৃক ইসরায়েলের এ হামলা বন্ধ করতে হবে। অতিদ্রুত গাজায় পানি বিদ্যুৎ, ইন্টারনেট সেবা, জরুরি খাদ্য ও স্বাস্থ্যসেবা সহযোগিতা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।
নেত্রীগণ বলেন, আসুন মানবতার বিরুদ্ধে অবস্থানকারী ইসরায়েলের পণ্য বয়কট করি, তাদের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করি। কোনো সভ্য জাতি গণহত্যা চালাতে পারেনা। ইসরায়েলি গোষ্ঠী পৃথিবীর ইতিহাসে অসভ্য ও সন্ত্রাসী গোষ্ঠী। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গোপনে ইসরায়েলি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। অনতিবিলম্বে সেই নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মহানগরীর সাবেক সেক্রেটারি জোবেদা মোহসিন, অঞ্চল দায়িত্বশীল মেরিনা সুলতানা, অঞ্চল সহকারী রায়হান জামিলা, দক্ষিণ জেলা সেক্রেটারি গুলশান হোসাইন প্রমুখ।