বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজরিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান মানেই বাংলাদেশের মানুষের হৃদয়াবেগ উদ্বেলিত করা একটি নাম। বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা, মানবতার ফেরিওয়ালা নামে বিখ্যাত জননেতা ডা. শফিকুর রহমান অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি রয়েছেন। দেশের মানুষ হাহাকার হয়ে তাকিয়ে আছে তার চিকিৎসার দিকে। যিনি বিদেশে না গিয়ে দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা রেখে দেশেই চিকিৎসা করছেন। আল্লাহ যেন তার আস্থা বিশ্বাসের পুরোপুরি প্রতিদান দিয়ে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করুন। চট্টগ্রাম দক্ষিণ জেলার সর্বস্তরের জনশক্তি সহ দেশবাসী এবং প্রবাসে অবস্থানরত ভাই ও বোনদের প্রতি আহ্বান জানাচ্ছি।
শুক্রবার (০১ আগস্ট) সন্ধ্যায় আমীরে জামায়াতের সুস্থতা কামনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক এর সঞ্চালনায় দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী মুহাম্মদ জাকারিয়া, জেলা কর্মপরিষদ সদস্য নুরুল হক, জেলা মজলিসে শুরা সদস্য ডা. আবদুল জলিল, এম. ওয়াজেদ আলী, উত্তর সাতকানিয়া (সাঙ্গু) থানার আমীর মাষ্টার সিরাজুল ইসলাম, সাতকানিয়া পৌরসভা আমীর অধ্যক্ষ হামিদ উদ্দীন আজাদ, পৌরসভার নায়েবে আমীর শাহ আলম, উত্তর সাতকানিয়া (সাঙ্গু) থানার সেক্রেটারী মুহাম্মদ ইলিয়াছ, কেরানীহাট শহর শাখার সেক্রেটারী মাওলানা আবদুল মালেক, সাতকানিয়া উপজেলা কর্মপরিষদ সদস্য রফিকুল ইসলাম প্রমুখ।
দেশবাসীর প্রতি আহবান জানিয়ে আনোয়ারুল আলম চৌধুরী বলেন, আমরা সকলে মুহতরাম আমীরে জামায়াতের সুস্থতার জন্য কায়মনোবাক্যে মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি।
হে রাজাধিরাজ, আরশের মালিক! আপনি আপনার প্রিয় গোলাম, আমাদের সম্মানিত রাহবারের প্রতি রহম করুন, তাঁকে ক্ষমা করুন এবং পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করুন। তাঁর চিকিৎসায় নিয়োজিতদেরকে সর্বোত্তম চিকিৎসাসেবা সম্পাদনের তাওফিক দিন। আমিন।