বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী মুহাম্মদ নজরুল ইসলাম চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার (২৭ নভেম্বর) সকাল ১০টার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সাক্ষাৎ করেন তারা।
জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম নবাগত জেলা প্রশাসক জাহিদুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং তার সফলতা কামনা করেন। তিনি চট্টগ্রাম মহানগরীর সার্বিক উন্নয়ন, জনসেবামূলক কার্যক্রম এবং সামাজিক শান্তি-সম্প্রীতি রক্ষায় প্রশাসনকে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান।
মহানগরী আমীরের সাথে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, নগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ মোরশেদুল ইসলাম চৌধুরী, নগর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, নগর সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান প্রমুখ।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম নিজের দায়িত্ব পালনে সকলের সর্বোচ্চ সহযোগিতা ও পরার্মশ কামনা করেন।