চট্টগ্রামে আলোচিত শীর্ষ সন্ত্রাসী শহিদুল ইসলাম ওরফে বুইশশাকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৭)। তিনি বিদেশে পলাতক বড় সাজ্জাদের হয়ে নগরীতে অপরাধমূলক কাজ করতেন বলে জানায় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র।
শনিবার (২০ ডিসেম্বর) রাত ১০টার দিকে নগরীর দুই নম্বর গেট এলাকায় ফিনলে স্কয়ারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, সন্ত্রাসী বুইশশার বিরুদ্ধে নগরীর একাধিক থানায় অস্ত্র, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, বিদেশে পলাতক বড় সাজ্জাদের হয়ে নগরীতে অপরাধমূলক কাজ করতেন। এই গ্রুপের অস্ত্রের উৎস, অন্যান্য সদস্য ও সাম্প্রতিক সহিংস ঘটনার সঙ্গে তিনি সম্পৃক্ততা কিনা সে বিষয়ে তথ্য নেয়া হচ্ছে।
র্যাব আরও জানায়, নগরীতে চাঁদাবাজি, ভয়ভীতি দেখানো ও প্রতিপক্ষকে হামলার হুমকি দেয়ার কাজে বুইশশা ও তার বাহিনী জড়িত।