চট্টগ্রামের হাটহাজারীতে সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে চরম বিরোধের জেরে মো. সেকান্দার মিয়া (৭০) নামে এক ব্যক্তির মরদেহ দাফনে বাধা দিয়েছে প্রথম স্ত্রী পক্ষের সন্তানরা।
শনিবার (২০ ডিসেম্বর) হাটহাজারী পৌরসভার ফটিকা এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা জানান, পূর্বমেখল ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মো. সেকান্দার মিয়া গতকাল শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে ইন্তেকাল করেছেন। তিনি দুই সংসারে মোট ৮ সন্তান রেখে গেছেন।
স্থানীয়রা আরো জানান, সেকান্দর মিয়া মৃত্যুর আগে তার সব সম্পত্তি দ্বিতীয় স্ত্রী ও তার সন্তানদের নামে রেজিস্ট্রি করে দেন। এ নিয়ে প্রথম সংসারের পাঁচ সন্তান এবং দ্বিতীয় সংসারের তিন সস্তানের মধ্যে দীর্ঘদিন ধরেই তীব্র দ্বন্দ্ব চলে আসছিল। বাবার মৃত্যুর পর দ্বিতীয় স্ত্রীর সন্তানরা সেকান্দর মিয়ার দাফনের আয়োজন করলে প্রথম স্ত্রীর সন্তানরা এতে বাধা দেন। তারা সাফ জানিয়ে দেন, সম্পত্তি ভাগ না করা পর্যন্ত মরদেহ দাফন করতে দিবে না।
এদিকে সেকান্দার মিয়ার প্রথম স্ত্রীর মেয়ে আয়শা জানান, বাবা আমাদেরকে প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন। তার সব সম্পত্তি দ্বিতীয় স্ত্রী ও তার সন্তাদের রেজিস্ট্রি করে দিয়ে গেছেন। আমাদের প্রাপ্য সম্পত্তি লিখে না দেওয়া পর্যন্ত পিতার লাশ দাফন করতে দিব না।
অণ্যদিকে দ্বিতীয় স্ত্রীর সন্তান ইমতিয়াজ জানান, আগে বাবার লাশ দাফন করা হোক। পরে আমার বৈঠকে বসে বিষয়টি সামধান করবো।
হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জালাল জানান, প্রশাসনের সহেযোগিতায় লাশ দাফনের বিষয়ে সম্মতি প্রদান করেছে উভয় পক্ষ। দাফনের পর সম্পত্তিগুলো উভয়পক্ষের মধ্যে বণ্টন করা হবে।
তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুই পক্ষের অনড় সিদ্ধান্তের ফলে সেকান্দর মিয়ার লাশ ফ্রিজিং গাড়িতে ঘরের সামনের উঠানে পড়ে আছে।