চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানা ছাত্রদল নেতা মোহাম্মদ সাজ্জাদের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে নগরের বাকলিয়া এক্সেস সড়কে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, আগে যারা যুবলীগ-ছাত্রলীগ করতো, তারা নতুন রূপে হাজির হয়েছে। বাকলিয়া এক্সেস রোডে তারা ত্রাসের রাজত্ব কায়েম করেছে। চাঁদাবাজি দখলবাজিসহ সব ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত তারা। তাদের বিষয়ে প্রতিদিন শত শত অভিযোগ পাচ্ছি আমরা। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য চসিক মেয়র সহ আমরা সবাই প্রশাসনকে অনুরোধ করেছি বার বার। কিন্তু প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে উল্টো তাদেরকে পৃষ্ঠপোষকতা করছে। তাদের অপরাধ কর্মকাণ্ডের প্রতিবাদ করায় আমাদের কর্মী সাজ্জাদকে হত্যা করা হয়েছে। সাজ্জাদ হত্যাকারীদের রক্ষা করতেই প্রশাসনের কতিপয় সদস্যদের সহায়তায় ঘটনা ভিন্ন খাতে ঘুরানোর অপচেষ্টা চলছে।
প্রধান বক্তা মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা বলেন, ছাত্রদল নেতা মোহাম্মদ সাজ্জাদের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
মানববন্ধন ও সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা আনোয়ার হোসেন লিপু, নাসির উদ্দিন চৌধুরী নাছিম, কামাল উদ্দীন, জিয়াউল হক মিন্টু, মো. আলাউদ্দিন ও ইদ্রিস সবুজ।
সমাবেশে অন্যান্যদের মাঝে নিহত সাজ্জাদের বাবা মোহাম্মদ আলমও বক্তব্য রাখেন।