চট্টগ্রাম নগরীতে এলডিপি নেতার বাণিজ্যিক ভবনে চলা ‘কাপল ড্যান্স পার্টি’তে অভিযান চালিয়ে বিয়ারসহ ২৫ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) নগরের পাঁচলাইশ থানার ২ নম্বর গেটসংলগ্ন ইয়াকুব ট্রেড সেন্টার নামের ওই ভবনের সপ্তম তলা থেকে তাদের আটক করা হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ কমিশনারের নির্দেশে মধ্যরাতে ইয়াকুব ট্রেড সেন্টারের সপ্তম তলায় কাপল ড্যান্স পার্টিতে অভিযান চালানো হয়। এ সময় ২৫ তরুণ-তরুণীকে আটক করা হয়। এর মধ্যে ৮ তরুণ ও ১৭ তরুণী রয়েছেন।
তিনি আরও বলেন, অভিযানে একজনের হেফাজত থেকে ৭০ বোতল বিয়ার উদ্ধার হওয়ায় তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা হচ্ছে। বাকিদের বিরুদ্ধে পৃথক মামলার প্রস্তুতি চলছে।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক ভবনটির এক ব্যবসায়ী জানান, ভবনটির মালিক এলডিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ এয়াকুব আলী। মঞ্জু নামের এক ব্যক্তি ভবনের সপ্তম তলার ফ্লোরটি ৫০ হাজার টাকায় ভাড়া নিয়ে এ আয়োজন করে। জনপ্রতি দেড় হাজার টাকার বিনিময়ে ওই পার্টিতে যোগ দিয়েছিলেন তরুণ-তরুণীরা। রাতে উচ্চ স্বরে গান-বাজনা চলায় স্থানীয়রা পুলিশের কাছে অভিযোগ করেন। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালায় পুলিশ।