ডাঃ শাহাদাত হোসেন বলেন, প্রয়াত নেতা নোমান ভাই ছিলেন নেতা-কর্মী গড়ার কারিগর এবং জাতীয়তাবাদী চেতনার প্রাণপুরুষ। তিনি আজীবন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নিবেদিত ছিলেন। তাঁর অবদান চট্টগ্রামের রাজনীতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে।
মঙ্গলবার (১৮ মার্চ) চট্টগ্রাম ওয়াসা ভবনে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দল (রেজিঃনং-২৩০৭) আয়োজিত বিএনপি ভাইস চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা এবং চট্টগ্রামের গণমানুষের নেতা প্রয়াত আব্দুল্লাহ আল নোমানের স্মরণে শোকসভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওয়াসা শ্রমিক দল সভাপতি মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে ও কাজী মহিন উদ্দিন মানিকের সঞ্চালনায় শোকসভা ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ ইয়াছিন চৌধুরী লিটন, মোঃ শাহ আলম, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ নুরুল্ল্যা বাহার, সহসভাপতি শাহ নেওয়াজ চৌধুরী মিনু, মহানগর শ্রমিকদল সভাপতি তাহের আহম্মদ, আব্দুল বাতেন, আনোয়ারুল আজিম সবুজ, শফিক মজুমদার, আবু বক্কর ছিদ্দিক, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল করিম কচি, মহানগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মনি, চট্টগ্রাম ওয়াসা শ্রমিক কর্মচারী দলের প্রতিনিধি কামাল খান, তৌহিদুল ইসলাম, আবুল কালাম, বেলায়েত হোসেন, আবু জাফার, মোঃ মিয়া ও বোরহান উদ্দিন।
ডাঃ শাহাদাত হোসেন বলেন, “আবদুল্লাহ আল নোমান শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে সবসময় সোচ্চার ছিলেন। বিএনপির প্রতিটি কর্মীকে তাঁর আদর্শ ও আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে বর্তমান রাজনৈতিক সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।