কক্সবাজারের চকরিয়া পৌর শহরের মাতামুহুরী নদীতে গোসলে নেমে তলিয়ে গিয়ে পিংকি (১৫) নামের এক স্কুল ছাত্রীর সলিল সমাধি ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৯ আগস্ট) বেলা ১২ টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ডুবুরির দল ঘটনার ৪ ঘন্টা পর নদী থেকে পিংকির মরদেহ উদ্ধার করে।
স্থানীয় লোকজন জানায়, চকরিয়া পৌরসভার ২ নং ওয়ার্ড হাল কাকারা এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের মেয়ে কোরক বিদ্যাপীঠের নবম শ্রেণির ছাত্রী পিংকিসহ তিন বান্ধবী মিলে শুক্রবার বেলা ১২ টার দিকে মাতামুহুরী নদীতে গোসল করতে যায়। এসময় পিংকি তাড়াহুড়া করে নদীতে নেমে পড়ে। পানিতে নামার সাথে সাথে তিনি অদৃশ্য হয়ে যায়।
খবর পেয়ে উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে দমকল বাহিনী ও ডুবুরির দল ওই নিখোঁজ স্কুল ছাত্রীকে উদ্ধারে চেষ্টা করে। ডুবুরির দল প্রায় ৪ ঘন্টার পর মাতামুহুরী নদী থেকে পিংকির মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
উপজেলা নিবাহী অফিসার ও চকরিয়া পৌরসভা প্রশাসন আতিকুর রহমান, সহকারী কমিশনার (ভুমি) রূপায়ণ দেব ও চকরিয়া থানা পুলিশ টিম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।