আসন্ন ত্রয়েদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পরিদর্শন করলেন টাঙ্গাইল জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা রিটার্নিং কর্মকর্তা শরীফা হক।
রবিবার (২৫ জানুয়ারি) ঘাটাইল জিবিজি কলেজ অডিটোরিয়ামে প্রিজাইডিং অফিসারদের জন্য আয়োাজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং সর্বোচ্চ আন্তরিকতা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করতে প্রিজাইডিং অফিসারদের নির্দেশ প্রদান করেন।
এসময় তিনি উপজেলায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং ভোটারদের জন্য শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে সকলের প্রতি আহ্বান জানান।
তিনি বেশ কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন ও দ্রুততম সময়ে সকল ভোট কেন্দ্র আইপি ক্যামেরার আওতায় নিয়ে আসতে সহকারী রিটার্নিং অফিসারকে নির্দেশ প্রদান করেন।
পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলা নির্বাচন অফিসার, ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসারসহ নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ।