টাঙ্গাইলের ঘাটাইলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ প্রদান করেছেন টাঙ্গাইল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক।
এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রাফিউল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শরীফা হক বলেন, শিক্ষা বিস্তারে এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখবে। এ সময় অনুষ্ঠানে শিক্ষার্থীদের মুখে আনন্দের ঝলক ছিল।
পরে শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ ও টিফিন বক্স তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকরা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।