টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সারাদেশের ন্যায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টা ৩০মিনিটে এ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ সভাকক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মাহবুবুল চাঁন মিয়া, জিবিজি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মনি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান, উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান, উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ মনিরুজ্জামান খান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বাহাউদ্দীন সরোয়ার রিজভী, ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ মোকছেদুর রহমানসহ প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।