টাঙ্গাইলের ঘাটাইল পৌর এলাকায় অবস্থিত শিশুদের আদর্শ বিদ্যানিকেতন মুকুল একাডেমিতে শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারী) সকালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুকুল একাডেমির উপাধ্যক্ষ রোকসানা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মুকুল একাডেমি পরিচালনা পর্ষদের সভাপতি ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু সাঈদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অভিভাবক সদস্য মোঃ নজরুল ইসলাম, মুকুল একাডেমির শিক্ষক সাজ্জাদুর রহমান, ঝুমুর দাস, মোমিনুর রহমান, শহিদুল ইসলাম, সুমি খাতুন, তাসনীম খাতুন, মোঃ জাফর আহমেদ ও শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ।