বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইলে ব্যাপক উৎসব মুখর পরিবেশে সাবেক মন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদের নেতৃত্বে এক বিশাল র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতা-কর্মী ঘাটাইল হাই স্কুল মাঠে সমবেত হন। পরে দলীয় সংগীত পরিবেশন শেষ করে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে সাবেক মন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা আজাদের নেতৃত্বে এই র্যালিতে প্রায় ২৫/ ৩০ হাজার নেতা-কর্মী বাদ্যযন্ত্র , দলীয় পতাকা ও ফেষ্টুন নিয়ে অংশ নেয়।
র্যালি শেষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সাবেক মন্ত্রী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ, বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য মোঃ মাঈনুল ইসলাম, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ঘাটাইলের সাবেক পৌর মেয়র মঞ্জুরুল হক মঞ্জু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক প্রমুখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে লুৎফর রহমান খান আজাদ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপিকে প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী ও উন্নত দেশ হিসাবে গড়ার জন্য। সাধারণ মানুষ যাতে সুখ-শান্তিতে বসবাস করতে পারে। আগামী বছর ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন বানচালের জন্য গভীর ষড়যন্ত্র চলছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।