অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে “জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫” উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে দেশি মাছের সংরক্ষণ জোরদার করার লক্ষ্যে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান এর সভাপতিত্বে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বর্তমানে মৎস খাত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ ইলিশ উৎপাদনে বিশ্বের এক নাম্বারে। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হচ্ছে। ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাহাউদ্দিন সারোয়ার রেজভী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মমতাজ বেগম, সহকারি মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান।
এসময় বিভিন্ন মৎস্য চাষী ও খামার মালিকরা উপস্থিত ছিলেন। শেষে উপজেলার সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ ও উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।