গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) বিকালে উপজেলার দেওপাড়া ইউনিয়নের রহমত খার বাইদ ইয়াং স্টার স্পোটিং ক্লাবের উদ্যোগে এ ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনের মনোনীত এমপি প্রার্থী এ্যাডভোকেট ওবায়দুল হক নাসির।
সাবেক ইউপি সদস্য তোফায়েল হোসেন তুলার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, যুগ্ম আহ্বায়ক কোহিনুর ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি শুকুর মাহমুদ, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তালুকদার (টুটুল), উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল রানা, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম তারা প্রমূখ।
শীতের কনকনে ঠাণ্ডাকে উপেক্ষা করে ঐতিহ্যবাহী এ খেলা দেখতে মাঠের চারপাশে শত শত নারী-পুরুষ মহ নানা শ্রেনী-পেশার দর্শকের সমাগম ঘটে ঘোড় দৌড় প্রতিযোগিতার দেখতে। প্রতিযোগিতায় অংশ নেওয়া ঘোড়ার মধ্যে ছোট, মাঝারি ও বড় আকারের ঘোড়া নিয়ে আলাদা আলাদা দৌড় শুরু হয়। এরপর চূড়ান্তভাবে তিনটি গ্রুপের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীর নাম ঘোষণা করা হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা।