বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন বলেছেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থা যেসব রিপোর্ট তৈরি করেছে, তাতে এককভাবে জামায়াতে ইসলামী সরকার গঠনের দৌঁড়ে একনম্বরে আছে এবং জামায়াতের জোট ২ শতাধিক সিট পাবে।
শনিবার (২৯ নভেম্বর) রাতে সিলেটের গোলাপগঞ্জের এম. সি. একাডেমি মাঠে ছাত্র ও যুব সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমি সুসংবাদ দিতে চাই, এরই মধ্যে দেশ এবং বিদেশে বিভিন্ন সংস্থা এবং বাংলাদেশের ডিজিএফআইসহ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা যেসব রিপোর্ট তৈরি করেছে, তাতে এককভাবে জামায়াতে ইসলামী সরকার গঠনের দৌড়ে একনম্বরে আছে।
তিনি আরও বলেন, আমাদের সাথে এবার এমন একটি শক্তিশালী জোট আছে, চরমোনাই পীরসাহেব, আল্লামা মামুনুল হক, হেফাজতসহ ইসলামী দলগুলোর বড় অংশ। সে অনুযায়ী একটি রিপোর্ট আছে- ২ শতাধিক সিট এ জোট পাবে।
সেলিম উদ্দিন বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে জামায়াতের বহু নেতাকে হত্যা করে ‘ন্যায়বিচারের নামে গণহত্যা’ চালানো হয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনেও স্বীকৃত।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, গত দেড়বছরে শুধুমাত্র দলীয় স্বার্থ ও ব্যক্তিস্বার্থে তাদের শতাধিক নেতাকর্মীদের হত্যা করেছে। এটা করেছে কেবল তাদের আখের গোছানোর জন্য। যে দল পাশবিকভাবে নিজের কর্মীদের হত্যা করতে পারে, প্যাকেট নিয়ে কাড়াকাড়ি করে, এমপি কে হবে, একজনের নাম ঘোষণা কররে আরও ১১ জন ঝাঁপিয়ে পড়ে, এ ধরনের বিশৃঙ্খল দল দিয়ে বাংলাদেশে কোন শৃঙ্খলা ফিরে আসবে না।