ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও নৃশংস হামলার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী আন্দোলন ও ওলামা পরিষদ সহ মেহেরপুরের সর্বস্তরের মানুষ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকালে মেহেরপুর শহরের কোর্ট মোড় চত্বর থেকে একটি মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে বিভিন্ন ইসলামী দলসহ নানা শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় ফিলিস্তিনের উপর ইসরাইলের হামলার প্রতিবাদে স্লোগান দেয় তারা। এছাড়াও গাজাবাসীকে রক্ষার দাবি জানিয়ে ফেস্টুন ও প্লাকার্ড হাতে নিয়ে মতামত প্রকাশ করে অংশগ্রহণকারীরা। মিছিল শেষে মেহেরপুর প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, বিশ্ব মানবতার এই দুর্দিনে আমাদের সবাইকে নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে নেতানিয়াহু সরকার ও ইসরায়েলকে বিচারের মুখোমুখি করতে হবে। এছাড়াও ইসরাইলি সকল পণ্য বর্জনের আহবান জানানো হয়।