গাইবান্ধায় কারাগারে অসুস্থ হয়ে তারিক রিফাত নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) বিকেলে তাকে কারাগারে আনার পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।
গাইবান্ধা কারাগারের জেলার মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল ৪টার দিকে তারিক রিফাতকে কারাগারে আনা হয়। কিছুক্ষণ পরই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং কারাগার কর্তৃপক্ষ তাকে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তারিক রিফাত গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের প্রভুরামপুর গ্রামের সাবেক চেয়ারম্যান আবু তাহেরের ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক এবং গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের আহ্বায়ক ছিলেন।
জেলার আতিকুর রহমান জানান, সম্প্রতি তারিক রিফাতের হৃদযন্ত্রে রিং পরানো হয়েছিল এবং তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলামের বর্ণনায় উঠে আসে তারিক রিফাতের শেষ কয়েকদিনের করুণ ইতিহাস। গত ১৭ নভেম্বর কারাগার থেকে জামিনে মুক্তির পরই তাকে পুনরায় গ্রেফতার করা হয়। অসুস্থতার কারণে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে শনিবার তাকে থানায় আনা হয়। রবিবার আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তারিক রিফাতের বিরুদ্ধে গত বছরের ৫ আগস্ট ফুলপুকুরিয়া এলাকায় হামলা, বিএনপি অফিস ভাঙচুর-অগ্নিসংযোগ, জামায়াত নেতাকে হত্যাচেষ্টা এবং বিস্ফোরক আইনের একাধিক মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তিনি এজাহারনামীয় আসামি ছিলেন। গত ১৯ অক্টোবর গ্রেফতার করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।