খাগড়াছড়ি বন বিভাগ বিলুপ্ত প্রজাতির ৪টি গুইসাপ উদ্ধার ও অবমুক্ত করেছে।
বুধবার (০৯ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে খাগড়াছড়ি সদরস্থ মধুপুর বাজার থেকে খাগড়াছড়ি বন বিভাগ গুইসাপ গুলোকে উদ্ধার করে আলুটিলার সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করে।
খাগড়াছড়ি রেঞ্জ কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে সরদ রেঞ্জের একটি টিম খাগড়াছড়ির মধুপুর বাজারে গিয়ে বস্তাবন্দী অবস্থায় সাপগুলোকে উদ্ধার করা হয়। এবং সাথে সাথে গুইসাপ গুলোকে খাগড়াছড়ি সংরক্ষিত বনে নিয়ে আসা হয় অবমুক্ত করার জন্য।
খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ ফরিদ মিঞা জানান, আমরা খবর পেয়ে ৪টি গুইসাপ উদ্ধার করে নিয়ে আসি এবং আমাদের সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করি।
তিনি বলেন, এই গুইসাপগুলো শিকার করে মাংস খাওয়ার কারণে দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। গুইসাপ প্রকৃতির জন্য খুবই উপকারী। আমরা এই বন্যপ্রাণীর গুলোর প্রতি যদি সদয় হই, এ বন্যপ্রাণীও টিকে থাকবে, বন রক্ষা হবে। আমাদের নিজেদের এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে বন এবং বন্যপ্রাণী রক্ষা করতে হবে। এদেরকে আমাদের বাঁচিয়ে রাখা দরকার। তাহলে আমাদের প্রকৃতি সুন্দর থাকবে। যেহেতু খাগড়াছড়ি একটি পর্যটন নগরী, এই পর্যটন এলাকাকে সমৃদ্ধ করার জন্য বন এবং বন্যপ্রাণীকে রক্ষা করলে প্রকৃতি আরো সমৃদ্ধ হবে এবং পর্যটকদের আগ্রহ বাড়বে।