খাগড়াছড়িতে কিশোরীকে ধর্ষণ ও মাদ্রাসার শিক্ষার্থী মোঃ সোহেলকে অপহরণের পর হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন খাগড়াছড়ি জেলা শাখার ব্যানারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মোশারফ হোসেন।
লিখিত বক্তব্যে, গত জুন মাসের ২৭ তারিখ খাগড়াছড়ির ভাইবোন ছড়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পার্বত্য চট্টগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি করার লক্ষ্যে একটি বিশেষ গোষ্ঠীর পরিকল্পিত মিথ্যাচারের প্রতিবাদ এবং মানিকছড়ি উপজেলার মাদ্রাসা শিক্ষার্থী মোঃ সোহেল'কে অপহরণের পর হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এসময় পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের সিনিয়র সহ সভাপতি মোঃ কাইয়ুম, সাধারণ সম্পাদক মোঃ আসাদ উল্লাহ, যুগ্ম সম্পাদক মোঃ জহির আহম্মদ, অশোক মজুমদার সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।