খাগড়াছড়ি পার্বত্য জেলায় জমে উঠেছে ধানের শীষের নির্বাচনী প্রচারণা।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল থেকে জেলার রামগড়ের মাহবুবনগ, পাতাছড়া, নাকাপা বাজকর, লামকু পাড়া, পৌরসভার চৌধুরী পাড়া, গর্জনতলী, সোনাইপুরসহ বিভিন্ন এলাকায় পথসভা করেন ২৯৮নং খাগড়াছড়ি আসনের ধানের শীষের প্রার্থী ওয়াদুদ ভূইয়া।
এসময় তিনি বলেন, আমি আপনাদের ঘরের (রামগড়) ছেলে। ২০০১ সাল থেকে ২০০৬ পর্যন্ত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি। আপনারা আমাকে চিনেন। আমি এ রামগড়ে বেড়ে উঠেছি। আমাকে চিনতে আপনাদের ১ মিনিটও সময় লাগবে না। আমাকে যদি আপনারা যোগ্য মনে করেন তাহলে আগামী ১২ তারিখ আপনারা ভোট ধানের শীষে দিবেন।
তিনি আরও বলেন, যারা ধর্মের নামে ব্যবসা করেন তাদের থেকে আপনারা দূরে থাকবেন। তারা বিভিন্ন ভাবে আপনাদের তাদের প্রার্থীকে তাদের প্রতীকে ভোট দিতে প্রলোভন দেখাবে।
নির্বাচনী প্রচারণায় রামগড় উপজেলার বিএনপির নেতা-কর্মীরা অংশ নেন।