নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ছাত্রদলের কলেজ কমিটিগুলোতে বিবাহিত ও ছাত্রলীগ এবং ৫ আগস্টের পরের সুবিধাবাদীদের দিয়ে কমিটি করার প্রতিবাদে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সেক্রেটারি নাসির উদ্দিনকে অবাঞ্ছিত ঘোষণা করে প্রতিবাদ মিছিল ও পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার (২৪ মার্চ) দুপুর ১২টায় সরকারি মুজিব কলেজ গেইট থেকে এ বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল নেতাকর্মীরা। মিছিলটি জিরোপয়েন্ট এসে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।
বিক্ষোভকারীরা জানায়, সরকারি মুজিব কলেজ ও বামনী কলেজ কমিটিতে অবৈধভাবে ছাত্রলীগ কর্মীদের সুযোগ দেয়া হয়। সুযোগ পাওয়া ছাত্রলীগের কর্মীরা আওয়ামী লী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের খাস অনুসারী। এছাড়াও বিবাহিত, স্বজনপ্রীতি ও অবৈধ লেনদেনের প্রভাবিত হয়েই এ অবৈধ কমিটি ঘোষণা করা হয়। শুধু তাই নয়, প্রকৃত যারা তৃণমূলের কর্মী তাদেরকে মূল্যায়ন করা হয়নি। এ বিষয়গুলো নিয়ে কথা বলতে গেলে তারা বিএনপির সাংবিধানিক নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নানা হুমকি দেয়।
সভায় বক্তব্য রাখেন, মারুপ হোসেন রিফাত, ফুয়াদ, বোরহান ও সাকিব।
উপস্থিত নেতা-কর্মীরা অবিলম্বে এই কমিটি বাতিল ও শীঘ্রই নতুন কমিটি ঘোষনার দাবী জানায়।এ বিষয়ে দলের সর্বোচ্চ হাই কমান্ডের সহায়তা কামনা করেন ছাত্রদলের তৃণমূলের সুবিধা বঞ্চিতরা।