কক্সবাজারে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটিতে কিছু দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
এই ঘটনায় শিহাব কবির (৩০) নামে এক ব্যবসায়ী গুলিতে নিহত হয়েছেন। শিহাব পিটিআইয়ের সাবেক সুপারিনটেনডেন্ট সমিতিপাড়ার নাছির উদ্দিনের ছেলে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার শহরের কুতুবদিয়াপাড়া এলাকার ঘাঁটিতে এ ঘটনা ঘটে৷
আইএসপিআর জানায়, কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটি সংলগ্ন সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত ঘাঁটিতে অতর্কিত হামলা চালালে বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।
সমিতি পাড়ার বাসিন্দা শাহজাহান গণমাধ্যমকে বলেন, বিমানবন্দর সম্প্রসারণে ভূমি অধিগ্রহণ বিষয়ে দুপুরে জেলা প্রশাসনের কার্যালয়ে বিমান বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তা এবং এলাকাবাসীর প্রতিনিধিদের বৈঠক ছিল। বেলা ১২টার দিকে সমিতি পাড়ার বাসিন্দা মো. জাহিদসহ কয়েকজন জেলা প্রশাসন কার্যালয়ে আসছিলেন। তাদের বহনকারী গাড়িটি ডায়াবেটিক পয়েন্ট এলাকায় বিমান বাহিনীর চেকপোস্টে পৌঁছালে থামানো হয়। এসময় বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে জাহেদের বাক-বিতণ্ডার খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হলে সংঘর্ষের সূত্রপাত ঘটে।
শাহজাহান বলেন, এসময় বিমান বাহিনীর সদস্যরা এলাকাবাসীকে ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি করলে বেশ কজন গুলিবিদ্ধ হয়েছেন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিহাবকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ সালাউদ্দিন বলেন, হাসপাতালে একজন নিহত হওয়ার তথ্য রয়েছে এবং এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।