মধ্যপ্রাচ্যের ওমানে হজরত আইয়ুব নবীর মাজার জিয়ারত ও সালালা এলাকায় পরিবারসহ ভ্রমণ শেষে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। নিহতরা চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাসিন্দা।
শুক্রবার (০৯ জানুয়ারি) রাতে সালালা সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
জানা গেছে, শফিউল আলমের একমাত্র ছেলে মোহাম্মদ সাকিবুল হাসান সবুজ (২২) গাড়ি চালিয়ে পরিবারের সদস্যদের নিয়ে সালালা সফর শেষে ফিরছিলেন। পথে হঠাৎ গাড়ির সামনে একটি উট চলে আসলে সেটির সঙ্গে সংঘর্ষ হলে মুহূর্তেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে চুরমার হয়ে যায়।
দুর্ঘটনাস্থলেই সাকিবুল হাসান সবুজ, তার মা বিলকিস আক্তার এবং সাকিবের দুলাভাই দিদারুল আলম মারা যান। এ ঘটনায় সাকিবের স্ত্রী উম্মে সালমা রিতা (২০) ও সাকিবের ছোট মেয়েকে ওমানের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়।
দুর্ঘটনার কিছুক্ষণ আগেই সাকিব তার ফেসবুক আইডিতে পরিবারের সঙ্গে সালালায় সফরের হাসিমাখা ছবি দিয়ে লিখেছিলেন, ‘পরিবার নিয়ে সালালাহর পথে, নবীয়ে কেরামগণের জিয়ারাত ও সালালাহর সৌন্দর্য উপভোগের উদ্দেশে, যদিও অফ সিজন’।
এ বিষয়ে সুন্দরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল আজম বলেন, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন বলে জানতে পেরেছি।