বহুল আলোচিত এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম (এস আলম) ও তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ৩৬৮ কোটি ২৫ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা দামের ৫৮ একরের বেশি জমি জব্দ করার আদেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
এ দিন দুদকের পক্ষে উপপরিচালক আবু সাইদ এসব জমি ক্রোকের আবেদন করেন।
দুদকের আবেদনে বলা হয়েছে, সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাস ও অন্যান্য দেশে ১ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধাকালে অনেক সম্পদের তথ্য পাওয়া গেছে। এসব সম্পদ ক্রোক না করা হলে অন্যত্র স্থানান্তরের আশঙ্কা আছে।
শুনানি শেষে এসব সম্পত্তি ক্রোকের আদেশ দেন বলে জানান দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন।
ক্রোক করার আদেশ দেওয়া মোট জমির পরিমাণ ৫৮ দশমিক ১৬৪৬ একর। এসব জমির মোট দাম ৩৬৮ কোটি ২৫ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা।