বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ৫ আগস্টের পর একটি ইসলামীদল বেসামাল হয়ে পড়েছে। তারা ব্যাংক দখল করছে, বিভিন্ন প্রতিষ্ঠান দখল করছে, বিভিন্ন মন্ত্রণালয়ে নিজেদের লোক বসাচ্ছে। এভাবে প্রাতিষ্ঠানিক চাঁদাবাজি, দখলবাজি করছে; আর দোষ চাপাচ্ছে বিএনপির ওপর। এক সময় তারা বলছে, আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম; আবার বলছে, আওয়ামী লীগ খুনী। তারা কখন কোন কথা বলছে, তা নিজেরাও জানে না। ওই দলটিকে বলব, আগে নিজেরা স্থির হোন, আস্তে আস্তে এগোন। আগে জনগণের ভালবাসা অর্জন করুন।
বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘তৃণমূল নাগরিক আন্দোলন’ আয়োজিত এক নাগরিক অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীকে ইংগিত করে এসব কথা বলেন তিনি।
আহমেদ আযম খান বলেন, মানুষের প্রত্যাশা ছিল, অন্তর্বর্তী সরকার বাজার নিয়ন্ত্রণকারী আওয়ামী সিন্ডিকেট ভাঙতে পারবে, নিত্যপণ্যের দাম কমবে। কিন্তু বাণিজ্য উপদেষ্টা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। উপদেষ্টাদের বলব, আপনারা না পারলে জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করুন।
তৃণমূল নাগরিক আন্দোলন সভাপতি মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে এবং কৃষকদলের ক্ষুদ্র ও কুটির শিল্পবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নাঈমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, কৃষক দলের সহ-সভাপতি আনম খলিলুর রহমান (ভিপি ইব্রাহীম), যাত্রাবাড়ী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর বাদল সরদার, তাঁতী দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক জিএম আনিস প্রমুখ।