সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক আওয়ামীলীগের নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেছেন।
বুধবার (০৭ জানুয়ারী) সকাল ১১ টায় উপজেলার বড়হর ইউনিনিয়নে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে জাতীয়তাবাদী দল- বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী এম আকবর আলীর নিজ বাড়ীতে যোগদান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির এমপি পদপ্রার্থী এম আকবর আলী। এ সময় বিএনপি নেতা-কর্মীরা আওয়ামীলীগের নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে দলে বরণ করে নেন।
যোগদান অনুষ্ঠানে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে বিএনপির এমপি পদপ্রার্থী এম আকবর আলী বলেন, আওয়ামীলীগের দুই শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেছে; তাদেরকে অভিনন্দন জানাই। আমি এমপি নির্বাচিত হলে উল্লাপাড়া-সলঙ্গাকে সন্ত্রাসী, চাঁদাবাজি ও দুর্নীতি মুক্ত করবো। উল্লাপাড়া-সলঙ্গার উন্নয়নে উল্লাপাড়া উপজেলা বাসীকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানাচ্ছি।
বিএনপিতে যোগদান অনুষ্ঠানে আওয়ামীলীগের নেতা-কর্মীরা বলেন, আমাদের অনেকদিনের স্বপ্ন ছিলো শহীদ জিয়ার আদর্শে রাজনীতি করার, সেই স্বপ্ন আজকে পূরণ হলো। এখন থেকে শহীদ জিয়ার আদর্শ মেনে চলবো এবং সবাইকে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি।