চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) সংসদীয় আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায়-ইনসাফ, বৈষম্যহীন ও মানবিক একটি রাষ্ট্র গঠনে বদ্ধপরিকর। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কেউ জনগণের অধিকার নিশ্চিত করতে পারেনি। গত স্বৈরশাসক আমলে যে সকল রাজনৈতিক নেতারা ক্ষমতায় ছিলো তারা দূর্নীতি, লুটপাট ও টেন্ডারবাজিতে লিপ্ত হয়ে নিজেদের আখের গোছানো ছাড়া জাতিকে কিছু দিতে পারে নি। তাই আসুন আগামী নির্বাচনে দাড়িঁপাল্লা মার্কায় ভোট দিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভুমিকা রাখি।
সোমবার (০১ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) সংসদীয় আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরীর সমর্থনে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের কার্তিকের দোকান, চৌধুরী হাট, বরি সিকদার বাড়ি, বড়ুয়া পাড়া, দিঘীর পাড়া, কানুর মার বাড়ি, নাপিতের চর, কুলিপুকুর পাড়, মজিদ কোম্পানির বাড়ি ও মহিলা সমাবেশেসহ নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে গণসংযোগকালে তিনি উপরোক্ত কথা বলেন।
ঢেমশা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মুহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী হোসাইন আল হিশাম মুহাম্মদ জাবেদ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম আঞ্চলিক টিম সদস্য অধ্যাপক মুহাম্মদ জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, সাতকানিয়া উপজেলা আমীর মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন, সমাজসবা সম্পাদক মুহাম্মদ রফিকুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান আবু তাহের, সাবেক সভাপতি মাহবুবুর রহমান, সহ-সভাপতি ওচমানসহ প্রমূখ নেতৃবৃন্দ।
গণসংযোগকালে শতশত নারী-পুরুষ বাসা-বাড়ি থেকে বেরিয়ে এসে নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান এবং আসন্ন নির্বাচনে দাড়িঁপাল্লা মার্কায় ভোট দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।