ভোলাহাটে উপজেলা বিএনপির কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নবনির্বাচিত কার্যকরী কমিটির পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৫ জুলাই) বিকেল ৫টায় উপজেলার প্রাণকেন্দ্র সন্ন্যাসীতলা ঢাকা নাইটকোচ টার্মিনাল অফিসকক্ষে এ পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মোঃ ইয়াজদানী আলীম আল রাজী জর্জের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল কাদেরের সঞ্চালনায় অন্যান্যের উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির নবনির্বাচিত সহ-সভাপতি মোঃ আতাউর রহমান মেম্বার, মোঃ খাইরুল ইসলাম, মোঃ আব্দুল গনি ও নির্বাহী সদস্য ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক চুটু।

দ্বি-বার্ষিক মেয়াদী ১০১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান বাবুল, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল করিম মাষ্টার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আলফাজ হোসেন হিরো, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ হাসনাত জামিল তারেক।

এ ছাড়াও উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নবনির্বাচিত নেতৃবৃন্দ ও অন্যান্য নির্বাহী সদস্যগণ পরিচিতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

0Shares