
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নবনির্বাচিত কার্যকরী কমিটির পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৫ জুলাই) বিকেল ৫টায় উপজেলার প্রাণকেন্দ্র সন্ন্যাসীতলা ঢাকা নাইটকোচ টার্মিনাল অফিসকক্ষে এ পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মোঃ ইয়াজদানী আলীম আল রাজী জর্জের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল কাদেরের সঞ্চালনায় অন্যান্যের উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির নবনির্বাচিত সহ-সভাপতি মোঃ আতাউর রহমান মেম্বার, মোঃ খাইরুল ইসলাম, মোঃ আব্দুল গনি ও নির্বাহী সদস্য ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক চুটু।
দ্বি-বার্ষিক মেয়াদী ১০১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান বাবুল, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল করিম মাষ্টার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আলফাজ হোসেন হিরো, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ হাসনাত জামিল তারেক।
এ ছাড়াও উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নবনির্বাচিত নেতৃবৃন্দ ও অন্যান্য নির্বাহী সদস্যগণ পরিচিতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।