বিশ্বনাথে বিএনপির বিজয় মিছিল

জুলাই আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের ১ম বর্ষপূর্তিতে সিলেটের বিশ্বনাথে বিজয় র‌্যালী করেছে বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠন।

মঙ্গলবার ( ৫ আগস্ট) বিকেলে উপজেলা ও পৌর বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিশ্বনাথ প্রবাসী চত্তর থেকে র‌্যালীটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রবাসী চত্তরে এসে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তাগণ ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার পতনে দেশের স্বাধীনতা পুনরুদ্ধার হয়েছে উল্লেখ করে জুলাই আন্দোলনে নিহতদের স্মরণ ও দোষীদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবী জানান।

এসময় আওয়ামীলীগের স্বৈরশাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে বিএনপির শতশত নেতাকর্মী মিছিল ও সমাবেশে অংশ গ্রহণ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল হাইসহ অন‌্যান‌্য নেতৃবৃন্দ।

এসময় উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0Shares