কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের সনদ ও সংবর্ধনা প্রদান

চট্টগ্রাম প্রেসক্লাব অন্তর্বর্তী কমিটির সদস্যসচিব জাহিদুল করিম কচি বলেছেন, শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষিত ব্যক্তি দেশকে এগিয়ে নেয়, দেশকে উন্নতির শিখরে পৌঁছে দেয়। শিক্ষিত ব্যক্তি দেশের বা রাষ্ট্রের সুনাগরিক। মানুষের প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন শুরু হয় পরিবার থেকে আর তা শেষ হয় কোনো ডিগ্রি বা বড় ধরনের শিক্ষা দিয়ে। কিন্তু প্রকৃত শিক্ষা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গ্রহণ করে মানুষ।

শনিবার (২১ জুন) চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই-বিপ্লব হলে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (গভঃ রেজিঃ নং এস-১০২৮/৯৮) চট্টগ্রাম অঞ্চলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চল এর আহবায়ক কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু’র সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ ফজলুর রহমানের পরিচালনায় এতে উদ্ভোধনী বক্তব‌্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক দৈনিক দিনকালের ব্যুরো প্রধান হাসান মুকুল।

প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা- বাসস’র বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য মিয়া মোহাম্মদ আরিফ।

বিশেষ অতিথি ছিলেন নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, এশিয়ান হেলথ কেয়ার গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলী, বোয়ালখালী গোমদন্ডী উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মোহাম্মদ আলী, দৈনিক বিজনেস বাংলাদেশ চট্টগ্রাম ব্যুরো প্রধান ও চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম, দক্ষিণ জেলা জাসাসের আহবায়ক মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য বাকি বিল্লাহ।

বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের চট্টগ্রাম অঞ্চলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক কাজী মোহাম্মদ আবু বকর চৌধুরী, সদস্য মুহাম্মদ অলি উল্লাহ, আবু তাহের, আরিফ জামসেদ, চট্টগ্রাম অঞ্চলের সাবেক মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস রক্সি, সাবেক সহ-শিক্ষা সম্পাদক এম নুরুল আমিন, সদস্য সোহাগ জোমাদ্দার, রুমা খানম, আবুল কাশেম, শিক্ষার্থী পায়রা মনি প্রমুখ।

প্রধান বক্তা  মিয়া মোহাম্মদ আরিফ বলেন, শিক্ষকের মন-মানস দিয়ে শিক্ষার্থীর মধ্যে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভাকে জাগ্রত করবেন। আর এ কাজটি নিজ দায়িত্বে করবেন আদর্শ শিক্ষকরাই।

উদ্ভোধক হাসান মুকুল বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষার কোন বিকল্প নেই। সুন্দর পরিবেশ, নিরাপত্তা, অভাবহীনতা, নিরপেক্ষতা, সবকিছুই সঠিক ব্যবস্থার মাধ্যমে একটি নবজাতকের জন্যে নিরাপদ পরিবেশ সৃষ্টি করে তাকে সুশিক্ষা বিকাশের সুযোগ করে দেওয়া অভিভাবক ও শিক্ষকের দায়িত্ব-কর্তব্য।

0Shares