কুলিয়ারচরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১২আগস্ট) দুপুরে “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অফিসার কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত যুব দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি, শপথ পাঠ, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও ইমপ্যাক্ট প্রকল্পের ব্যাগ বিতরণ করা হয়।

শুরুতে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সামনে থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জোহরা’র নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র‌্যালি শুরু করে পুনরায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সামনে এসে শেষ করে।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলতাফ হোসেন মোল্লা’র সঞ্চালনায় শপথ পাঠ, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও ইমপ্যাক্ট প্রকল্পের ব্যাগ বিতরণ করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার (বিআরডিবি) আনিছুর রহমান, চেতনা পরিবেশ ও মানব উন্নয়ন সংস্থা’র সভাপতি মোহাম্মদ মুছা, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈম, সাংবাদিক আলি হায়দার, নারী উদ্যোক্তা ও সাংবাদিক ফারজানা আক্তার সহ যুবরা।

আলোচনা সভা শেষে উপস্থিত অতিথি কর্তৃক প্রশিক্ষণার্থীদের মাঝে ৩ লাখ ৪০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ ও বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ইমপ্যাক্ট  প্রকল্পের প্রশিক্ষনার্থীদের মাঝে ব্যাগ বিতরণ করা হয়।

0Shares