ভোলাহাটে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামানের সার্বিক তত্বাবধানে ও পরিচালনায় উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, উপজেলা বিএমডিএ ইঞ্জিনিয়ার মোঃ লোকমান হাকিম, যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ, সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, মৎস্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) সঞ্চয় কুমার সরকার, প্রাথমিক শিক্ষা অফিসার মুনমুন সুলতানা, একাডেমিক সুপারভাইজার মোঃ হারুনর রশিদ।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান বলেন, বর্তমান প্রজন্মের তারুণ্য ও জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রতি প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার কোন ঘাটতি থাকবে না। সে সাথে জুলাই অভ্যুত্থান ও পরবর্তী সময়ে যারা নিহত-আহতদের প্রতি সমবেদনা দোয়া কামনা করছি বলে তিনি সভায় উপস্থিত সকলকে ধন্যবাদান্তে সকলের সার্বিক মঙ্গল কামনা করেন।

এছাড়াও আলোচনা সভা ও দোয়া মাহফিলে জুলাই গণঅভ্যুত্থানের সহযোগীযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। পরে জুলাই অভ্যুত্থান ও পরবর্তী সময়ে যারা নিহত-আহতদের জন্য বিশেষ দোয়া করা হয়।

দোয়া পরিচালনা করেন, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ আব্দুল কাদির।

0Shares