ভোলাহাটে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ পালিত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা পরিবার পরিকল্পনা অফিস কর্তৃক আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১৪ জুলাই) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মাহবুব হাসান।

উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ফাতেমাতুজ্ জোহুরার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ইউপি চেয়ারম্যানগণ আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক চুটু ও মোঃ আফাজ উদ্দিন পানু মিয়া, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, প্রাথমিক শিক্ষা অফিসার মুনমুন সুলতানা, সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন।

“ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন” এ প্রতিপাদ্যকে কেন্দ্র করে পরিবার পরিকল্পনা পরিদর্শক ইউসুফ আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভোলাহাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ শরিফুল ইসলাম শরীফ, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ ওমর ফারুক।

এছাড়াও উপজেলার ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য কমিউনিটি ক্লিনিকের পরিদর্শকগণ ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের মাঠকর্মীগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভাশেষে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কর্মরত পরিবার পরিকল্পনা অফিসের শ্রেষ্ঠ কর্মী ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথি এবং অন্যান্য কর্মকর্তাগণ।

0Shares