
বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নুর (ভিপি নুর) বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সকল দলের অংশগ্রহণের মাধ্যমে সরকার গঠন করে দেশ এগিয়ে যাবে। আনুপাতিক হারে অংশগ্রহণমূলক নির্বাচন চায় এ দেশের জনগণ।
শুক্রবার (১১জুলাই) রাত ৮টার দিকে চকরিয়া পৌরশহরের জনতা শপিং সেন্টার চত্বরে এক পথসভায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এসব কথা বলেন।
তিনি বলেন, ১৯৫২ সালে ভাষা আন্দোলন, ৭১ সালে মুক্তিযুদ্ধের প্রতিফলন বাংলাদেশের মানুষ পায়নি। জুলাই ২৪ আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে হটিয়ে যারা শহীদ হয়েছেন তাদের ত্যাগ যেন বৃথা না যায়, এই বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। আর কোন ফ্যাসিস্ট যেন মাথাছড়া দিতে না পারে এই বাংলার মাটিতে।
পথসভায় বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, চট্টগ্রাম বিভাগের প্রধান সমন্বয়ক আবদুজ্জাহের, উচ্চতর পরিষদ সদস্য মো আবু হানিফ, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ সভাপতি আবদুর রহমান, গণঅধিকার পরিষদের সহসাধারণ সম্পাদক কামরুন নাহার ডলি, বাংলাদেশ যুব অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগর সভাপতি শাহেদ মেম্বার প্রমুখ।
এছাড়াও সভায় কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এর আগে তিনি পেকুয়ার মেহেরনামায় চট্টগ্রামে জুলাই আন্দোলনে শহীদ কলেজ ছাত্র ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন। পরে বিভিন্ন এলাকায় পথসভায় বক্তব্য রাখেন।
এদিকে চকরিয়া-পেকুয়া আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে আবদুল কাদের প্রাইমকে পরিচয় করিয়ে দেন এবং সহযোগীতা করার আহ্বান জানান।