
নাটোরে সুশাসন, সামাজিক ন্যায়বিচার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে দিনব্যাপী এক প্রশিক্ষণমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) সকাল ১০ ঘটিকায় খান ফাউন্ডেশনের নীলাচল সভাকক্ষে অনুষ্ঠিত এই মত বিনিময় সভার আয়োজন করা হয় “ভয়েস ফর চেঞ্জ – এমপাওয়ারিং সিটিজেনস ফর ইনক্লুসিভ গর্ভানেন্স, সোশ্যাল জাস্টিস অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটি” প্রকল্পের আওতায়। প্রকল্পটি বাস্তবায়ন করছে খান ফাউন্ডেশন এবং বাস্তবায়ন সহযোগী হিসেবে রয়েছে উন্নয়ন সংগঠন ‘আলো’।
সভায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ নানা পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলো নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা।
খান ফাউন্ডেশনের জেলা প্রকল্প কর্মকর্তা শাহীনা লাইজু’র সঞ্চালনায় অনুষ্ঠানের বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালক নীলা হাফিয়া, প্রকল্প কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলো’র মোঃ আব্দুর রাজ্জাক, সিনিয়র অফিসার, মোঃ আব্দুল মোতালেব এবং সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এম এ ওয়াশি বাপ্পি।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর প্রেসক্লাব সভাপতি ফরাজী আহম্মদ রফিক বাবন, এটিএন বাংলার জেলা প্রতিনিধি জুলফিকার হায়দার জোসেফ, নাটোর ইউনিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি বুলবুল আহমেদ, নাটোর ইউনিক প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও মোহনা টেলিভিশন নাটোর প্রতিনিধি মোঃ রাশেদুল ইসলাম, ইউনাইটেড প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ সুফি সান্টু , সাংবাদিক গোলাম গাউস, সাংবাদিক ও মানবাধিকারকর্মী রাসেল শেখ।
এছাড়াও অংশগ্রহণ করেন, মহারাজা স্কুল অ্যান্ড কলেজ প্রভাষক মাসুমা সুলতানা রুপা,আবুল আসিফ মার্শাল, মীর আব্দুর রাজ্জাক, রনেন্দ্র চন্দ রায়, আব্দুল্লাহ আল মামুন, এডভোকেট খগেন্দ্র চন্দ্র রায়, এডভোকেট শাহীনা আক্তার শিল্পী ও এডভোকেট ফারহানা পারভীন।
খান ফাউন্ডেশনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রজেক্ট অফিসার সৈয়দা তাহেরা খাতুন, মোঃ মাহফুজুর রহমান।
কর্মশালায় স্থানীয় সরকার কাঠামোয় জনগণের অংশগ্রহণ ও অংশীদারিত্ব, নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম, জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং বেসরকারি সংস্থার মাধ্যমে সচেতনতা বৃদ্ধির কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিশেষভাবে আলোচিত হয় স্থায়ী কমিটি, নারী নির্যাতন প্রতিরোধ কমিটি এবং ওয়ার্ড সভা গঠনের উদ্দেশ্য, কার্যক্রম ও দায়িত্ব-কর্তব্য।
অনুষ্ঠানে উপজেলা যুব ও মহিলা কল্যাণ সমিতির নেতৃবৃন্দ অংশগ্রহণ করে তাদের মতামত তুলে ধরেন।