
ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে ৫ আগস্ট সরকারি ছুটি ঘোষণা আসছে জানিয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপদেষ্টা ফারুকী।
তিনি বলেন, আজকের বৈঠকে জুলাই নিয়ে আলোচনা হয়েছে। সেখানে কী কী কাজ করতে পারি তার পরিকল্পনা নিয়ে কাজ চলছে। ৫ আগস্টকে লক্ষ্য করে ১ জুলাই থেকে কর্মসূচি শুরু হবে। মূল ইভেন্ট শুরু হবে জুলাইয়ে ১৪ তারিখ থেকে। চলবে ৫ আগস্ট পর্যন্ত। তার মূল লক্ষ্য হচ্ছে জুলাই যেভাবে সারা বাংলাদেশ এক হয়েছিল, তার অনুভূতিটাকে আবার ফিরিয়ে আনা। সেটা আমাদের মধ্যে আছে, তারপর পুনরুজ্জীবিত করা।
জুলাইয়ে কী কী কর্মসূচি থাকবে তা আগামী সোমবার (২৩ জুন) প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে ঘোষণা করা হবে বলেও জানান ফারুকী।