দীর্ঘ ১৬ বছর পর পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) বিকেলে ভান্ডারিয়া পৌরসভার হলরুমে আয়োজিত কাউন্সিল অধিবেশনে এ কমিটি ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশন।
নতুন কমিটিতে আহ্বায়ক আহম্মদ সোহেল মনজুর সুমন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি এবং সাবেক সদস্য সচিব মো. মনির হোসেন আকন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া মো. দেলোয়ার হোসেন বিপ্লব ১নং যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে আবুল কালাম আজাদ জমাদ্দার ও মো. রুহুল আমিন মুন্সী নির্বাচিত হন।
এর আগে গত ৯ জুলাই উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের ধারাবাহিকতায় ১১ জুলাই উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিল অধিবেশনে আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি আহম্মদ সোহেল মনজুর সুমন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মনির হোসেন আকন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক এবং পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সদস্য এলিজা জামান, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি নুরুল ইসলাম বাবুল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মো. জুয়েল মৃধা, জেলা ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মো. শাহিন।
দীর্ঘ ১৬ বছর পর ভান্ডারিয়া উপজেলা বিএনপির সম্মেলন ও নতুন কমিটি ঘোষণায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস পরিলক্ষিত হয়।