ফেনীর সোনাগাজী উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটিতে গত ২ দিন যাবত পানি সরবরাহ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় হাসপাতালের রোগীসহ চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। যান্ত্রিক ত্রুটির কারণে হাসপাতালে পানি ওঠানোর একমাত্র পাম্পটি গত ২ দিন ধরে বিকল।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গত ২ দিন যাবত ৫০ শয্যার ভবনটির পানি সরবরাহ ব্যবস্থা নষ্ট হয়ে যাওয়ার ফলে রোগীসহ চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রোগী ও স্বজনদের সাথে আলাপকালে তারা জানায়, পানির অভাবে এখানে বাথরুমগুলো ব্যবহার করা যাচ্ছে না, গোসল করা যাচ্ছে না। এমনকি খাবার পানির সংকট দেখা দিয়েছে। এখানে সেবা নিতে এসে পানি সরবরাহ ব্যবস্থা ঠিক না থাকায় আরো বেশি ভোগান্তি হচ্ছে।
মাসুম আহমেদ নামের রোগীর এক স্বজন জানান, গত ২ দিনের পানির সংকটে এখানে রোগী এনে নিজেরাও রোগী হয়ে পড়লাম।
চর দরবেশ ইউনিয়ন থেকে আসা কামরুন নাহার শেলী নামের এক রোগী বলেন, এখানে চিকিৎসার জন্য আসার পর থেকে টয়লেটের ট্যাপে পানি নেই। পানি সরবরাহ বন্ধ থাকায় এখানে সেবা নিতে এসে বিপাকে আছি। এ যেন মরার উপর খাড়ার ঘা।
এ বিষয়ে সোনাগাজী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম বলেন, হাসপাতালে পানি সরবরাহের পুরো প্রক্রিয়া নষ্ট হয়ে গেছে ফলে সমস্যা হচ্ছে। বিষয়টি নিয়ে আমি বিভিন্ন সহযোগী মাধ্যমকে জানিয়েছি এখনো এর কোন সমাধান হয়নি। আমাদের যারা স্টাপ রয়েছে তাদের বলেছি কিছু পানি বালতি করে যেন দেয়া হয়। আগামীকালের মধ্যে একটা সমাধান হবে আশাকরি।
উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন বলেন, আমি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।