সাতকানিয়ায় সন্ত্রাসীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

চট্টগ্রামের সাতকানিয়ায় পতিত স্বৈরশাসক শেখ হাসিনার দোষর চক্রের নানা অপকর্ম ও হুমকি-ধামকির প্রতিবাদ ও তাদের অবৈধ অস্ত্র উদ্ধার এবং গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও মিছিল করেছে নির্যাতিত এলাকাবাসি।

বুধবার (১১ জুন) বাদে আছর উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মুন্সীবাড়ি জামে মসজিদের সামনের রাস্তায় এ মানববন্ধন করে ইউনিয়নের সর্বোস্তরের জনগণ। এতে বিভিন্ন বয়েসী কয়েকশত নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তাগণ বলেন, ছাত্র-জনতার অভ‌্যুত্থানে পতিত আওয়ামী শাসনামলে সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় নানা অপরাধের স্বর্গরাজ‌্য গড়ে তুলে মফিজ, হাসান, মহসিন, সোহেল, ফোরকান, জাসেদ, ফিরোজ, এমরান, সরোয়ার ও রুবেলসহ অন্তত ২৫-৩০ জনের সন্ত্রাসী বাহিনী। উপজেলা ও জেলা পর্যায়ের আওয়ামী নেতাদের আশ্রয়-প্রশ্রয়ে এদের অত‌্যাচারে অতিষ্ঠ হয়ে উঠে খাগরিয়াবাসি। অবৈধ অস্ত্রের মহড়া-ব‌্যবহার ছিল নিত‌্যদিনের ঘটনা। তাদের অপকর্মের প্রতিবাদ করলেই নেমে আসে হয়রানী ও নির্যাতন। ভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী তো বটেই, সাধারণ সমর্থককেও এলাকা ছাড়া করা হয়েছে। তাদের ভয়ে এলাকার শান্তিপ্রিয় অনেক মানুষ বসতবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে।

তারা বলেন, ৫আগস্ট পরবর্তী সময়েও তাদের জুলুম আর হুমকি-ধামকি থেমে নেই। দিনের আলোতে গা ঢাকা দিয়ে থাকলেও রাতের আধাঁরে এলাকায় সদলবলে মহড়া দেয়। তাদের বিরুদ্ধে হত‌্যা ও অস্ত্র মামলাসহ নানা মামলা রয়েছে।

এসময় বক্তাগণ অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারের জন‌্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।

মানববন্ধনে অন‌্যান‌্যদের মাঝে বক্তব‌্য রাখেন, খাগরিয়া ইউনিয়ন গণতান্ত্রিক শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আলী, ইউনিয়ন গণতান্ত্রিক যুবদলের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম, ইউনিয়ন গণতান্ত্রিক যুবদলের সাধারণ সম্পাদক মোঃ বেলাল উদ্দিন, ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ দিদার, ইউনিয়ন গণতান্ত্রিক শ্রমিকদল সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব প্রমূখ।

0Shares