
চট্টগ্রামের সাতকানিয়ায় হোটেল-রেস্তোরাঁ ও হাট-বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযান পরিচালনাকালে নানা অনিয়মের দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করে ও তা আদায় করা হয়।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলার কেরানিহাটে পরিচালিত এ অভিযানের নেতৃত্বে ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান।
এই সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, পঁচা-বাসি খাবার সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে রান্নাঘর স্থাপন, হোটেল-রেস্তোঁরার ময়লা উন্মুক্ত স্থানে ফেলা, নিয়ম বহির্ভূতভাবে গ্যাস সিলিন্ডার সংরক্ষণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় আল-আকসা রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা, মেহফিল রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা ও আল ঈশান রেস্টুরেন্টকে ২০ হাজার টাকাসহ মোট ৬০হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়াও উপজেলার কেরানিহাট কাঁচাবাজারে মূল্য তালিকা নিশ্চিতকরণে অভিযান পরিচালিত হয়। এই সময় বিভিন্ন মাছ-মাংস ও ফলের দোকানে মূল্য তালিকা টানানোর ব্যবস্থা করা হয়।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান জানান, জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যহত থাকবে। স্বাস্থ্য সচেতনতায় জনগনকেও সজাগ থাকতে হবে, প্রশাসনকে সহযোগিতা করতে হবে।