সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে রানীশংকৈলে মানববন্ধন

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার দ্রুত বিচার কার্যকর এবং রাণীশংকৈল প্রেসক্লাবকে উড়িয়ে দেওয়া, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলমকে লাথি মারতে মারতে মোটর সাইকেলে বেঁধে শহরে ঘুড়ানো এবং তাকে ধ্বংস করার হুমকিদাতাকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সাংবাদিক এ, কে আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জামায়াতের সেক্রেটারী রজব আলী, পৌর বিএনপি সভাপতি শাহাজান আলী, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, যুগ্ন সম্পাদক মনিরুজাম্মন মনি, গণঅধিকার পরিষদের কেন্দ্রিয় সহ-সভাপতি মামুনুর রশিদ, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম, সফিকুলইসলাম শিল্পী, সম্পাদক খুরশিদ আলম শাওন, হুমায়ুন কবির, সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, মোবারক আলী, ফারুক আহম্মদ, সাবেক সম্পাদক আনোয়ার হোসেন, আবুল কালাম আজাদ, পীরগঞ্জ প্রেসক্লাব প্রতিনিধি বাদল, প্রবীন সাংবাদিক নুরুল হক, সাংবাদিক মাহাবুব আলম, লেমন সরকার, আব্দুল জব্বার ও ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ প্রমুখ।

বক্তারা অভিযুক্তদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবী জানান, অন্যথায় কঠোর থেকে কঠোর দেশব্যাপী আন্দোলনের হুশিয়ারী প্রদান করেন সাংবাদিক সংগঠন।

উল্লেখ্য, প্রেসক্লাবকে উড়িয়ে দেওয়া, সাংবাদিককে মিথ্যা মামলায় জড়িয়ে জেল হাজত খাটানো হুমকিদাতা মাসুদ রানা ও পীরগঞ্জ নাগরিক টিভির জেলা প্রতিনিধি জাকির হোসেন সহ কয়েক জনের বিরুদ্ধে গত ৮ আগস্ট থানায় একটি এজাহার ও পৃথক ৩টি জিডি হয়েছে।

0Shares