
গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন কুমিল্লার দেবিদ্বার উপজেলায় কর্মরত সাংবাদিকরা।
শনিবার (০৯ আগস্ট) সকাল সাড়ে ১১টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার নিউমার্কেট ‘মুক্তিযোদ্ধা চত্তরে মানববন্ধন থেকে হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এতে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন কালের কন্ঠ প্রতিনিধি এবিএম আতিকুর রহমান বাশার, সমকাল প্রতিনিধি সৈয়দ খলিলুর রহমান বাবুল, মুক্ত খবর প্রতিনিধি ময়নাল হোসেন (ভিপি), নয়া দিগন্ত প্রতিনিধি ফখরুল ইসলাম সাগর, আমাদের দেবিদ্বার সম্পাদক এটিএম সাইফুল ইসলাম মাসুম, বাংলা বাজার পত্রিকার জেলা প্রতিনিধি মাসুদ রানা, আজকালের খবর প্রতিনিধি আহাম্মেদ হোসাইন, ভোরের সূর্যোদয় প্রতিনিধি শফিউল আলম রাজীব, ইনকিলাব প্রতিনিধি মো. ফারুক হোসাইন, আলোকিত সময় প্রতিনিধি মো. নাসির উদ্দিন, আনন্দ টিভি প্রতিনিধি মো. মাহফুজ আহমেদ, এনটিভি অনলাইন প্রতিনিধি ইসহাক খান।
আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা সিয়াম আহমেদ প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, আলোকিত প্রতিদিন এর দেবিদ্বার ও মুরাদনগর প্রতিনিধি মো: নাজমুল হাসান, আমার শহর প্রতিনিধি আব্দুল আলীম, দৈনিক বাংলা প্রতিনিধি গোলাম রাব্বী প্লাবন, মানব জমিন প্রতিনিধি মো. রাসেল সরকার, নতুন কুমিল্লার প্রকাশক মমিনুর রহমান বুলবুল, সমাচার প্রতিনিধি ডাঃ ওমর ফারুক, খবরপত্র প্রতিনিধি মো. ওমর ফারুক সরকার, কুমিল্লার আলো’র সাব এডিটর মো. মামুনুর রশিদ, নাগরিক ভাবনা’র সিনিয়র ষ্টাফ রিপোর্টার এমজেএ মামুন, এস টিভি প্রতিনিধি আরিফুল ইসলাম, এশিয়ান টিভি প্রতিনিধি নেছার উদ্দিন, বাংলাদেশ প্রতিদিন মালদ্বীপ প্রতিনিধি মো. আল আমিন, গণতদন্ত প্রতিনিধি তোফায়েল আহমেদ, ডেইলি প্রজেক্ট টাইম প্রতিনিধি শাহ আল আমিন আমানত, বর্তমান কথার ষ্টাফ রিপোর্টার পারভেজ আলম, বাংলা ৫২ নিউজ এর কবির হোসেন, বাংলাদেশ সমাচার প্রতিনিধি মো. জুয়েল উদ্দিন সরকার।
বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক হত্যা, নির্যাতন, মিথ্যা মামলায় হয়রানীর সুষ্ঠ তদন্ত ও বিচার না হওয়ায় একের পর এক হত্যাকান্ড, মিথ্যা মামলায় হয়রানী, হামলা, নির্যাতনের ঘটনা ঘটে যাচ্ছে। তাই নিজেদের (সাংবাদিকদের) অস্তিত্ব রক্ষায় বিভাজন ভুলে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।