শার্শায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামী আটক

যশোরের শার্শা উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে মনিরুজ্জামান (৬০) ও শারমিন নাহার (৪৫) নামে সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামীকে আটক করেছে।

সোমবার (০৭ জুলাই) রাতভর অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটক মনিরুজ্জামান উপজেলার সম্বন্ধকাঠি গিলাপোল গ্রামের লাল মিয়া সরকারের ছেলে ও শারমিন নাহার একই গ্রামের সেলিম হোসেনের স্ত্রী।

পুলিশ জানায়, পলাতক আসামীরা এলাকায় ফিরে ঘোরাফেরা করছে এমন খবরে থানার এসআই উজ্জ্বল হোসেন ও এএসআই নাজিবুল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সম্বন্ধকাঠি গিলাপোল গ্রামে অভিযান চালিয়ে অর্থজারী (সিআর) মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী মনিরুজ্জামান ও শারমিন নাহারকে তাদের নিজ বাড়ী থেকে আটক করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিজ্ঞ আদলতে সোপর্দ করা হয়েছে।

0Shares