
চট্টগ্রামের লোহাগাড়ায় মাদকের টাকা জোগাড় করতে মাত্র ৫০ হাজার টাকায় তিনমাস বয়সী নিজের কন্যাশিশুকে বিক্রি করে দিয়েছিলেন মিরাজ হোসেন (২৮) নামে এক বাবা। পরে খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ।
জানা গেছে, পেশায় রিক্সাচালক মাদকাসক্ত মিরাজ হোসেন উপজেলার সদর ইউনিয়নের আকবার পাড়ার বাসিন্দা। স্ত্রী ও শিশুটিকে নিয়ে উপজেলা সদরের জুনাবির পাড়ায় একটি ভাড়াবাসায় থাকতেন।
শিশুটির মা জানান, তার স্বামী একজন মাদকাসক্ত ও পেশায় রিক্সা চালক। বাচ্চাটি পেটে থাকাবস্থায় বিক্রি করে দিবে বলে হুমকি দিয়ে তাকে অনেকবার মারধর করেছিল। পরে কয়েকদিন আগে তাকে মারধর করে স্ট্যাম্পে সই নিয়ে কন্যা শিশুটিকে বিক্রি করে দেয়। বিষয়টি জানতে পেরে স্থানীয়রাসহ তিনি পু্লিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ শিশুকে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়। তিনি থানা পুলিশের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, অভিযুক্ত পিতা তার মাত্র ৩ মাস বয়সী কন্যা শিশুটিকে অর্থের বিনিময়ে একব্যক্তির কাছে বিক্রি করে দেয়। এ ঘটনায় স্থানীয়রা সন্দেহজনক আচরণ লক্ষ্য করে পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মছদিয়া এলাকা শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত পিতা মিরাজকে আটক করে থানায় নিয়ে আসে। কন্যা শিশুটি উদ্ধার করে তার মার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। অভিযুক্ত পিতা মিরাজকে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে শনিবার (০৯ আগস্ট) চট্টগ্রাম আদালতে পাঠানো হয়।