লোহাগাড়ায় ‘তৌহিদ গ্রুপ’র নিজাম গ্রেফতার: অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়ায় অভিযান পরিচালনা করে অস্ত্র-গুলিসহ নিজাম সিকদার (৪০) নামে একজনকে আটক করেছে সেনাবাহিনীর সদস‌্যরা।

শনিবার (০৯ আগস্ট) দিবাগত রাত ৪টায় উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের হরিদারঘোনা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক নিজাম সিকদার ওই এলাকার আহমদ সিকদারের ছেলে।

অভিযান পরিচালনাকারী কমান্ডার ক্যাপ্টেন শাহরিয়ার কবির রূপক জানান, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের হরিদারঘোনা এলাকায় অভিযান চালিয়ে নিজাম সিকদার নামে একজনকে আটক করা হয়েছে। এ সময় তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৩টি দেশীয় তৈরি এলজি, ১টি পিস্তল, ৪ রাউন্ড এ্যামুনেশন, ৫ রাউন্ড কার্তুজ, ৪টি রামদা, ১৯ পিস ইয়াবা ও ৫ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, নিজাম সিকদার বড়হাতিয়ার কুখ্যাত সন্ত্রাসী এবং ডাকাত গ্রুপ তৌহিদ গ্রুপের একজন সক্রিয় সদস্য। সে সন্ত্রাসী গ্রুপটিকে নিয়মিত আর্থিক, অস্ত্র ও গোলাবারুদ দিয়ে সহযোগিতা করতো। উদ্ধার অস্ত্র, এ্যামুনেশন ইয়াবা এবং অন্যান্য সরঞ্জামদিসহ আসামিকে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

0Shares