লোহাগাড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা

চট্টগ্রামের লোহাগাড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার চট্টগ্রাম দক্ষিণ জেলা, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলা ইউনিটের যৌথ উদ্যোগে ঈদ-উল-আযহা উপলক্ষে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৩ জুলাই) বিকেল সাড়ে ৩টায় আমিরাবাদ সিটি হাসপাতালের কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত সভা পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচনা হয়।

জাতীয় সাংবাদিক সংস্থার চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি জি. এম. মাহফুজুর রহমানের অনুষ্ঠানে সভাপতিত্বে ও সাতকানিয়া উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভায় সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দ, লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলার সদস্যবৃন্দ যোগ দেন।

সভায় প্রধান অতিথির বক্তব‌্যে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি মো. মমিনুর রশিদ শাইন বলেন, “সাংবাদিকতা একটি মহান পেশা, এটি কেবল পেশা নয় বরং সমাজ পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। সত্য ও ন্যায়ের পক্ষে কলম চালানোই একজন প্রকৃত সাংবাদিকের দায়িত্ব।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার মহাসচিব মো. কামরুল ইসলাম, সহ-সভাপতি মো. খাইরুল ইসলাম এবং কেন্দ্রীয় উপদেষ্টা মো. শাহজাহান মোল্লা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা শাখার সহ-সভাপতি ফরিদ উদ্দিন, সদস্য মো. রফিকুল ইসলাম, আজম সিকদার, কলিম উল্লাহ, সহ-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, জাহাঙ্গীর আলম, মিনহাজ নূর এবং রফিক দিদার, মাহমুদুল হক, জিয়াবুল হক, দিদার ইলাহী এবং বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শাহনেওয়াজ।

বক্তাগণ বলেন, সাংবাদিকরা জাতির বিবেকস্বরূপ। বর্তমান সময়ের বিভ্রান্তিকর তথ্য ও মিথ্যা প্রচারণার যুগে সাংবাদিকদের দায়িত্ব অনেক বেশি। সমাজে সত্য, ন্যায় এবং নৈতিকতা প্রতিষ্ঠার জন্য সাংবাদিকদের সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তারা বলেন, “সাদাকে সাদা এবং কালোকে কালো বলার মত স্পষ্টতা সাংবাদিকদের থাকতে হবে। অহংকার নয়, পরস্পরের প্রতি সহমর্মিতা, সহযোগিতা এবং সম্মান বজায় রেখে দেশের স্বার্থে কাজ করতে হবে।

বক্তাগণ আরো বলেন,, “জাতীয় সাংবাদিক সংস্থা সকল সাংবাদিকদের একটি ঐক্যবদ্ধ ও প্রগতিশীল প্ল্যাটফর্ম। এই সংগঠন দল-মতের ঊর্ধ্বে শুধুমাত্র সাংবাদিকদের পেশাগত অধিকার ও দায়বদ্ধতা রক্ষায় কাজ করে যাচ্ছে।”

সভায় সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম মুহাম্মদ আলতাফ হোসেন এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

0Shares