লোহাগড়ায় ঘুষ কেলেঙ্কারির ঘটনায় এএসআই ইলিয়াস ক্লোজড

নড়াইলের লোহাগড়ায় নাশকতা মামলার এক আসামিকে ৩০ হাজার টাকা ঘুষের বিনিময়ে ছেড়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত লোহাগড়া থানার আলোচিত  সহকারী উপপরিদর্শক (এএসআই) ইলিয়াস হোসেনকে ক্লোজড করা হয়েছে।

সোমবার (০৭ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শরিফুল ইসলাম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কাজী ইয়াজুর রহমান বাবুর দায়ের করা নাশকতার মামলার আসামি এড়েন্দা গ্রামের বাসিন্দা মো. জিল্লুর রহমানকে গত ৫ জুলাই রাতে লোহাগড়া থানার এএসআই ইলিয়াস হোসেন আটক করে ৪০ হাজার টাকা চুক্তিতে ছেড়ে দেন। ৩০ হাজার টাকা লেনদেন হলেও ১০হাজার টাকা পরে দেবার কথা ছিলো। কিন্তু ওই ১০ হাজার টাকা নেবার আগেই ঘটনা জানাজানি হয়ে যায়।

এ ঘটনার পরের দিন গত (০৬ জুলাই) মামলার বাদী ইয়াজুর রহমান বাবু তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।  বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।

লোহাগড়া থানার ওসি মো: শরিফুল ইসলাম বলেন, বিষয়টি তদন্তাধীন ছিল। প্রাথমিক সত্যতা মেলায় পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এএসআই ইলিয়াস হোসেনকে থানা থেকে ক্লোজড করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

0Shares